প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে তুরস্ক সমগ্র বিশ্বে শক্তিধর দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতি নিয়ে দ্রুতই বিশ্বে প্রথম দশটি অর্থনৈতিক দেশের মধ্যে চলে আসবে তুরস্ক। খবর আরটি’র।
এরদোগানের দাবি, তুরস্ককে বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির একটিতে রূপান্তরিত করতে বৃহৎ প্রকল্পগুলোতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। বর্তমানে বিশ্বে চলমান মোট বৃহৎ প্রকল্পের অর্ধেকেই তুরস্কে নেয়া হয়েছে। শনিবার মালাতিয়া প্রদেশের এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এরদোগান এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিপুল বিনিয়োগ ও বিভিন্ন বড় প্রকল্পের সাহায্যে শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির পথে এগিয়ে চলছে তুরস্ক।
বিডি-প্রতিদিন/শফিক