Sunday, November 10, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরসহস্রাধিক পরিযায়ী পাখির মৃত্যু

সহস্রাধিক পরিযায়ী পাখির মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশের পং বাঁধসংলগ্ন জলাভূমিতে শত শত পরিযায়ী পাখির রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে এখানে মৃত পাখির সংখ্যা পৌঁছেছে প্রায় এক হাজার ২০০-তে। মৃত পাখিগুলোর মধ্যে রয়েছে বহু বিপন্ন প্রজাতির পাখিও। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে বাড়ছে উদ্বেগ।

গত ২৮ ডিসেম্বর ওই অঞ্চলের ফতেপুর এলাকায় কয়েকটি পরিযায়ী পাখির মৃতদেহ চোখে পড়ে কর্তৃপক্ষের। এর পরই শুরু হয় ওই জলাভূমি খতিয়ে দেখা। ক্রমে নজরে আসে ৪২১টি পাখির শবদেহ। পরে ক্রমে বাড়তে থাকে মৃত পাখির সংখ্যা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফরেস্ট ওয়াইল্ড লাইফের প্রধান অর্চনা শর্মা জানিয়েছেন, ‘এই কয়েক দিনে প্রায় এক হাজার ২০০ পাখির মৃত্যু হয়েছে। কেন পাখিগুলো মারা গেল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার পর অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।’

এরই মধ্যে বেশ কিছু পাখির দেহ জলন্ধরের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এবং রিজিওনাল ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেখান থেকে প্রাথমিক যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, তা থেকে এটা নিশ্চিত যে কোনো ধরনের বিষক্রিয়ায় ওই পাখিগুলোর মৃত্যু হয়নি। মৃত অন্য পাখিগুলো দ্রুত পুড়িয়ে ফেলা হচ্ছে, যাতে পাখির মধ্যে কোনো সংক্রমণ দেখা দিলে তা ছড়িয়ে পড়া আটকানো যায়। সূত্র : সংবাদ প্রতিদিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য