Saturday, December 7, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরস্বাস্থ্যকর শহরের তালিকায় মদিনা

স্বাস্থ্যকর শহরের তালিকায় মদিনা

বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পেয়েছে সৌদি আরবের পবিত্র শহর মদিনা। স্বাস্থ্যকর শহর হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশ্বিক সব মানদণ্ড অর্জন করেছে শহরটি।

আরব নিউজের খবরে এ কথা জানানো হয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল মদিনা সফর করে এই স্বীকৃতির কথা জানিয়েছে।

বিশ্বের ২০ লাখের বেশি নাগরিকের আর কোনো শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন স্বীকৃতি পায়নি বলে ধারণা করা হয়। এই স্বীকৃতি অর্জনে সৌদি আরবের ২২টি সরকারি সংস্থার পাশাপাশি কমিউনিটি, দাতব্য ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করেছে।

সমন্বিত কর্মসূচির এ লক্ষ্য অর্জনে কৌশলগত অংশীদার ছিল সৌদি আরবের তায়েবা বিশ্ববিদ্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনার জন্য সরকারি প্রয়োজনীয়তার বিষয়গুলো একটি প্ল্যাটফর্মে রেকর্ড রাখতে সহযোগিতা করেছে এ বিশ্ববিদ্যালয়।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, তায়েবা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকর শহর কর্মসূচির প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা পরামর্শ দিয়ে বলেছে, স্বাস্থ্যকর শহর কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী অন্য শহরের সংস্থাগুলোকে এ বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলেছে, স্বাস্থ্যকর শহর হতে উদ্ভাবনী উপায়ে সব ধরনের মানদণ্ড পূরণ করেছে মদিনা শহর। তারা যে ধরনের উদ্যোগ নিয়েছে, তা সৌদি আরবের অন্য শহরগুলোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণ করা যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একটি স্বাস্থ্যকর শহর এমন একটি শহর, যা ধারাবাহিকভাবে কাঠামোগত ও সামাজিকভাবে উন্নত পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে স্থানীয় কমিউনিটির সম্পদ বৃদ্ধি করবে, যাতে নাগরিকেরা জীবনধারণের প্রয়োজনীয় সব চাহিদা ও নিজের সর্বাধিক সম্ভাবনার বিকাশে পরস্পরকে সহায়তা করতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য