Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরহেফাজতের আমিরসহ ৫৪ নেতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

হেফাজতের আমিরসহ ৫৪ নেতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মহাসচিবসহ ৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসব ব্যক্তির থাকা ব্যাংক হিসাবের সব লেনদেন তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে সম্প্রতি মোদির সফরবিরোধী আন্দোলনের পর থেকে কী পরিমাণ লেনদেন হয়েছে তার সুস্পষ্ট তথ্য চাওয়া হয়েছে।

জানা গেছে, বিএফআইইউর চিঠিতে চাওয়া তথ্যে হেফাজতে ইসলামের শীর্ষ ২৪ নেতা ও ৩০টি মাদরাসার ব্যাংক হিসাব তলব করা হয়। ব্যাংক হিসাব তলব করা নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব নূর হুসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি মুরি হোসাইন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব  সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদের নেতা মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, মাওলানা আবদুল আলীম সাইফি, মাওলানা আবদুল হক, বিবাড়িয়া দারুল আরকাম মাদরাসার পরিচালক আল্লামা সাজিদুর রাহমান, বিবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার পরিচালক আল্লামা মুফতি মোবারক উল্লাহ, একই মাদরাসার শিক্ষাসচিব আল্লামা আশেক এলাহী, বিবাড়িয়া ইসলামপুর মাদরাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন কাশেমী, বিবাড়িয়া সৈয়দুন্নেসা মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইদ্রিস, বিবাড়িয়া অষ্টগ্রাম বাজার মাদরাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন, আশুগঞ্জ বেড়তলা মাদরাসার পরিচালক হাফেজ জোবায়ের আহাম্মদ আনসারী, সরাইল উচালিয়া মাদরাসার পরিচালক মাওলানা মো. জহিরুল ইসলাম, বিবাড়িয়া দারমা মাদরাসার পরিচালক মাওলানা মেরাজুল হক কাশেমী, বিবাড়িয়া নাটাই দক্ষিণ বিরাসার মাদরাসার পরিচালক মাওলানা মো. আবু তাহের, জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র সভাপতি মাওলানা মো. জিয়াউদ্দিন জিয়া। এই ২৪ ব্যক্তির ব্যাংক হিসাবের বাইরে ৩০টি মাদরাসার ব্যাংক হিসাবের লেনদেন তথ্যও জানতে চাওয়া হয়েছে। ৩০ মাদরাসার মধ্যে নারায়ণগঞ্জের ১১টি মাদরাসা রয়েছে। এগুলো হলো সানারপাড় জামিয়াতুল আবরার হাফিজিয়া মাদরাসা, সিদ্ধিরগঞ্জের মা. হাদুশ শাইখ ইদরীম আল ইসলামী, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, আশরাফিয়া মহিলা মাদরাসা, আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল কোরআন মাদরাসা, আবদুল আলী দারুস সালাম হিফজুল কোরআন মাদরাসা, ইফয়জুল উলূম মুহিউচ্ছুন্নাহ আরাবিয়্যাহ, ভুইয়াপাড়া জামিয়া মুহাম্মদীয়া মাদরাসা, জামিয়াতুল ইব্রাহিম মাদরাসা, মারকাজুল তাহরিকে খাতমি নবুওয়াত কারামাতিয়া মাতালাউল উলুম মাদরাসা ও নুরে মদিনা দাখিল মাদরাসা। এই মাদরাসাগুলো সব সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থিত। এ ছাড়া রয়েছে চট্টগ্রামে হাটহাজারী এলাকার ৫টি মাদ্রাসা। এগুলো হলো জামিয়া আহমদিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বড় মাদরাসা, জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ, জামিয়া ইসলামিয়া ক্বাসেমুল উলুম, জামিয়া হামিদিয়া নাছেরুল ইসলাম ও মাদরাসা মাহমুদিয়া মদিনাতুল উলূম। ফটিকছড়ি এলাকার চার মাদরাসা। এগুলো হলো বাবুনগর আজিজুল উলূম মাদরাসা, আল জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দিন হেফজখানা, নাজিরহাট আল জামেয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম মাদরাসা ও উত্তর নিশ্চিতপুর এলাকার তালীমুল কোরআন বালক-বালিকা মাদরাসা। পটিয়া এলাকার আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসা, হাফেজিয়া তালীমুল কোরআন মাদরাসা, আশিয়া এমদাদুল উলুম মাদ্রাসা। ভুজপুর এলাকার উত্তর বারমাসিয়া হাফেজুল উলুম ইসলামিয়া মাদরাসা, দাতমারা তালিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা, সিরাজুল উলুম মাদরাসা, আল জামিয়া ইসলামিয়া এমদাদুল ইসলাম মাদরাসা কাজিরহাট, আল মাহমুদিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা ও আল মাদরাসাতুল ইসলামিয়া আরাবিয়া হেফজখানা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য