Saturday, April 26, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবর৯৯৯ এ কল : রাস্তা থেকে মা ও নবজাতক শিশুকে হাসপাতালে নিলো...

৯৯৯ এ কল : রাস্তা থেকে মা ও নবজাতক শিশুকে হাসপাতালে নিলো পুলিশ

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ: প্রসব বেদনায় এক মা রাস্তার পাশেই কাতরাচ্ছিলেন৷ সেখানেই জন্ম দিলেন ফুটফুটে নবজাতকের৷ কিন্তু মা ও সন্তানকে হাসপাতালে নেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিলো না৷ এমন সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এ কল পেয়ে ছুটে আসে পুলিশ৷ মা ও সন্তানকে ভর্তি করা হয় হাসপাতালে৷

গত বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির অদূরে গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে৷ স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে মা ও সন্তানকে উদ্ধার করেন ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান৷

এসআই মেহেদী হাসান বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার পাশেই সন্তান প্রসব করেছেন৷ তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ পরে দ্রুততার সাথে মা ও শিশুকে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করি৷ হাসপাতালের চিকিৎসকরা জানায়, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন৷’

তিনি আরও বলেন, ‘ওই নারী তার নাম হাসিনা বলে জানিয়েছেন৷ বয়স আনুমানিক ৪০ বছর৷ বাড়ি কিশোরগঞ্জ বললেও সঠিক ঠিকানা দিতে পারেনি৷ তার পরিচিত কোনো ব্যক্তির সন্ধানও পাওয়া যায়নি৷ সমাজসেবা অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে৷ তারা মা ও সন্তানের দায়িত্ব নেবেন৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য