সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ: প্রসব বেদনায় এক মা রাস্তার পাশেই কাতরাচ্ছিলেন৷ সেখানেই জন্ম দিলেন ফুটফুটে নবজাতকের৷ কিন্তু মা ও সন্তানকে হাসপাতালে নেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিলো না৷ এমন সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এ কল পেয়ে ছুটে আসে পুলিশ৷ মা ও সন্তানকে ভর্তি করা হয় হাসপাতালে৷
গত বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির অদূরে গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে৷ স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে মা ও সন্তানকে উদ্ধার করেন ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান৷
এসআই মেহেদী হাসান বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার পাশেই সন্তান প্রসব করেছেন৷ তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ পরে দ্রুততার সাথে মা ও শিশুকে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করি৷ হাসপাতালের চিকিৎসকরা জানায়, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন৷’
তিনি আরও বলেন, ‘ওই নারী তার নাম হাসিনা বলে জানিয়েছেন৷ বয়স আনুমানিক ৪০ বছর৷ বাড়ি কিশোরগঞ্জ বললেও সঠিক ঠিকানা দিতে পারেনি৷ তার পরিচিত কোনো ব্যক্তির সন্ধানও পাওয়া যায়নি৷ সমাজসেবা অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে৷ তারা মা ও সন্তানের দায়িত্ব নেবেন৷