Saturday, October 5, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদাওয়া? সফল যারা কেমন তারা ?

? সফল যারা কেমন তারা ?

ক. فلاح শব্দটি কুরআন ও হাদীসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে। এর অর্থ সাফল্য, [সা‘দী] أفلح শব্দটির অর্থ, উদ্দেশ্য হাসিল হওয়া, অপছন্দ বিষয়াদি থেকে মুক্তি পাওয়া, কারও কারও নিকটঃ সর্বদা কল্যাণে থাকা [ফাতহুল কাদীর]

এই শব্দটি সুরা মু’মিনুনে যাদের জন্য ব্যবহৃত হয়েছে
Al-Mu’minun 23

قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ
১. অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ,
২. যারা নিজদের সালাতে বিনয়াবনত।
৩. আর যারা অসার কর্মকাণ্ড থেকে থাকে বিমুখ
৪. এবং যারা যাকাতে সক্রিয়
৫. আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত
৮. আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি
৯. আর যারা নিজেদের সালাতে থাকে যত্নবান

সুরা আ’লা তে যাদের সফল বলা হয়েছে
Al-A’la 87
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
১৪. অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয়[১]।
১৫. এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে

[১]Tafsir Dr. Zakariyah: এখানে পরিশুদ্ধ বা পবিত্রতার অর্থ কুফার ও শির্ক ত্যাগ করে ঈমান আনা, অসৎ আচার-আচরণ ত্যাগ করে সদাচার অবলম্বন করা এবং অসৎকাজ ত্যাগ করে সৎকাজ করা। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যা নাযিল হয়েছে তার অনুসরণ করা। আয়াতের আরেক অর্থ, ধনসম্পদের যাকাত প্ৰদান করা। তবে যাকাতকেও একারণে যাকাত বলা হয় যে, তা ধন-সম্পদকে পরিশুদ্ধ করে। এখানে تزكى শব্দের অর্থ ব্যাপক হতে পারে। ফলে ঈমানগত ও চরিত্রগত পরিশুদ্ধি এবং আর্থিক যাকাত প্ৰদান সবই এই আয়াতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। [দেখুন, ফাতহুল কাদীর]

সুরা আশ-শামসে যাদের কথা এসেছে
As Shams 91:9

৯. সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

এই গুনগুলো থাকলে আপনি সফল, এমনকি বড়-আলেম/সম্পশালী/বড়-ডিগ্রীধারী/বড়-ক্ষমতাধর/বিখ্যাত না হলেও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য