ট্যাগকুষ্টিয়া
আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক
হিজরির গণনায় আমরা এক বিরাট পথ পাড়ি দিয়ে এসেছি। আজ আমাদের কাছে নাই, রাসুল (সঃ), তাঁর সাহাবাগণ, তাবেয়ী, তাবে তাবেয়ীগণ, উজ্জল নক্ষত্র ইমামগণ, আছে শুধু আল্লাহ্ সুবহানু ওয়া তা’আলার অমীয় বানী এবং রাসুল (সঃ) এর দিক নির্দেশনা সম্বলিত ছহীহ হাদিস, এতে ঘাবড়ানোর কিছু নাই, সময়ের পরিক্রমায় সবাইকে এই নশ্বর দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে এই সম্বলই যথেষ্ট যদি আমরা পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে তা পালন করি। বিদায় হজ্জে রাসুল (সঃ) বলেন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে, ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি রাসূলের সুন্নাহ। আমরা সেই বস্তু দুইটির সান্নিধে থাকার ব্রত নিয়ে সামনে এগুতে চাই, সঙ্গে চাই আপনাদের উষ্ণ সহমর্মীতা, মসীহ দাজ্জাল আর ইমাম মাহাদীর আগমনের ডঙ্কা অচীরেই বাজবে বলে আমাদের বিশ্বাস, ততক্ষণ পর্যন্ত যদি বেঁচে থাকি যেন ঈমানটা তরতাজা থাকে। শেষ বাক্য যেন হয় শাহাদা।
Contact us: [email protected]
© Muslim Ummah