খিচুড়ি খাওয়ার পর একে একে ২১ জন অচেতন, হাসপাতালে ভর্তি

0
120

ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ৬ সদস্যসহ ২১ জন সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিকভাবে খামারের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি সিরাজের জমিতে পেঁয়াজ রোপণের কাজে নিয়োজিত ১৫ জন শ্রমিকও ওই খিচুড়ি খান। এর ১ ঘণ্টার মধ্যে একে একে ২১ জন অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সংজ্ঞাহীন ব্যক্তিদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এ ছাড়া তাঁর পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে। সন্ধ্যার পর তাঁদের কারও কারও জ্ঞান ফিরতে শুরু করেছে।

প্রতিবেশী রুমী মাতুব্বর বলেন, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বলেন, খাবার খেয়ে সংজ্ঞা হারিয়ে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =