Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরখিচুড়ি খাওয়ার পর একে একে ২১ জন অচেতন, হাসপাতালে ভর্তি

খিচুড়ি খাওয়ার পর একে একে ২১ জন অচেতন, হাসপাতালে ভর্তি

ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ৬ সদস্যসহ ২১ জন সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিকভাবে খামারের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি সিরাজের জমিতে পেঁয়াজ রোপণের কাজে নিয়োজিত ১৫ জন শ্রমিকও ওই খিচুড়ি খান। এর ১ ঘণ্টার মধ্যে একে একে ২১ জন অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সংজ্ঞাহীন ব্যক্তিদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এ ছাড়া তাঁর পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে। সন্ধ্যার পর তাঁদের কারও কারও জ্ঞান ফিরতে শুরু করেছে।

প্রতিবেশী রুমী মাতুব্বর বলেন, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বলেন, খাবার খেয়ে সংজ্ঞা হারিয়ে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য