অন্ধকারে পাকিস্তান

0
146

পাকিস্তানে জাতীয় বিদ্যু গ্রিডে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। যার কারণে দেশটির অধিকাংশ এলাকা বিদ্যুবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইটে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমার আইয়ুব খান বলেন, বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ায় হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। যার কারণে দেশব্যাপী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশবাসী শান্ত থাকুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া হঠাৎ শূন্যে নেমে আসে। দেশব্যাপী এখন বিদ্যুৎ নেই। এর কারণ খতিয়ে দেখার চেষ্টা করছি আমরা। বিদ্যু সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত শাহিওয়াল জেলায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণেই এই সংকটের উদ্ভব হয়েছে।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eight =