Saturday, April 26, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরকরোনায় এশিয়া-প্যাসিফিকে চাকরিহারা ৮ কোটি মানুষ

করোনায় এশিয়া-প্যাসিফিকে চাকরিহারা ৮ কোটি মানুষ

করোনার প্রভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আট কোটি মানুষ চাকরি হারিয়েছে। এ ছাড়া এ অঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থানের ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

‘এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০২০’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আইএলও। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আট কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের শ্রমবাজারে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। তুলনামূলক হিসাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় তিন মাসে ১৫ দশমিক ২ শতাংশ কর্মঘণ্টা কমে যায়। পরের তিন মাসে আরও ১০ দশমিক ৭ শতাংশ কমে। ২০১২ সালে যেখানে এই অঞ্চলে বেকারত্ব ছিল ৪ দশমিক ৮ শতাংশ, সেটি এবার বেড়ে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে।

আইএলওর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পরিচালক চিহোকো আসাদা মিয়াকাওয়া বলেছেন, করোনা এ অঞ্চলের শ্রমবাজারের ব্যাপক ক্ষতি করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারগুলো চেষ্টা করলেও প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ও কিছু উদ্যোগের দুর্বলতার কারণে অর্থনৈতিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়নি। এতে কর্মসংস্থান ও আয়ের ওপর বড় প্রভাব পড়েছে।

আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের অধিকাংশ দেশে পুরুষের তুলনায় নারীরা চাকরিহারা হয়েছেন বেশি। তাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে, পুরুষদের তুলনায় যা ৩ থেকে ১৮ গুণ বেশি।

আইএলও আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রতিবেদনের শীর্ষ লেখক সারা এল্ডার বলেছেন, বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তরুণ কর্মীদের নতুন চাকরির প্রতিযোগিতা করা কঠিন হতে পারে। ২০২০ সালের প্রথম তিনটি প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকে শ্রম আয় প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে, যা মোট দেশজ উৎপাদনের ৩ শতাংশ লোকসানের সমান। আইএলও আশঙ্কা করছে, কমপক্ষে ২২ থেকে ২৫ মিলিয়ন মানুষ শ্রম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য