আসসালামু আলাইকুম
ফেসবুকে কাদের বন্ধু বানাবেন?
১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন।
২- যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে রাখাবেন।
কারণ, হাদীস অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়।
৩- যাদের সাথে থাকলে ঈমান বাড়বে।
৪- যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।
কাদেরকে সাথে না রাখা দরকার?
১- যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের পিছনে লেগে থাকে।
২- যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে শিখাতে চায়।
৩- যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড় করে দেখাতে পছন্দ করে।
৪- যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না।
৫- যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী; অর্থাৎ আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না।
৬- যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে না।।
৭- যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ।
৮- যারা দলের অনুসরণে অন্ধ।
৯- যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে বেড়ায়।
১০- যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়।