Wednesday, November 6, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমবিবিধফেইসবুকে কে বন্ধু-শত্রু, চিনে নিন!

ফেইসবুকে কে বন্ধু-শত্রু, চিনে নিন!

আসসালামু আলাইকুম


ফেসবুকে কাদের বন্ধু বানাবেন?


১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন।
২- যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে রাখাবেন।
কারণ, হাদীস অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়।
৩- যাদের সাথে থাকলে ঈমান বাড়বে।
৪- যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।


কাদেরকে সাথে না রাখা দরকার?


১- যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের পিছনে লেগে থাকে।
২- যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে শিখাতে চায়।
৩- যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড় করে দেখাতে পছন্দ করে।
৪- যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না।
৫- যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী; অর্থাৎ আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না।
৬- যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে না।।
৭- যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ।
৮- যারা দলের অনুসরণে অন্ধ।
৯- যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে বেড়ায়।
১০- যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য