Saturday, October 5, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরবিয়ের আসরে এনজিও’র কিস্তি আদায়ের চেষ্টা, বিয়ে ভাঙলো তরুণীর

বিয়ের আসরে এনজিও’র কিস্তি আদায়ের চেষ্টা, বিয়ে ভাঙলো তরুণীর

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিয়ের আসরে এনজিও’র কিস্তি আদায় করতে গেলে এক তরুণীর বিয়ে ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ওই তরুণীর মা ইয়াসমিন বেগম ফকিরহাট মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।  অভিযোগে ইয়াসমিন বেগম জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় নারী। তার স্বামী সরোয়ার শেখ একজন দিনমজুর। অভাবের কারণে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু করোনাকালে তার ঋণের কিস্তি পরিষদ করতে সমস্যা হচ্ছিল। তাই কয়েকটা কিস্তি তিনি দিতে পারেননি। সম্প্রতি তিনি কাজের উদ্দেশে ঢাকায় যান। প্রায় এক সপ্তাহ আগে মেয়ের বিয়ে দেয়ার জন্য ঢাকা থেকে বাড়িতে আসেন।

অভিযোগে তিনি আরও জানান, গ্রামবাসীর কাছ থেকে আর্থিক ও মানবিক সহয়তা নিয়ে গত ২৮ ডিসেম্বর তার মেয়ের বিয়ের আয়োজন করেন। তিনি বাড়িতে এসেছেন খবর পেয়ে বিয়ের দিনই এনজিওর লোকজন এসে ঋণের টাকার জন্য চাপ সৃষ্টি করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এসময় তিনি মেয়ের বিয়ের পর ঋণের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এনজিও কর্মীদের চলে যেতে বলেন। কিন্তু এনজিওর লোকজন ছেলে পক্ষকে বলে, তারা লোনের টাকা পরিশোধ করতে পারে না, তাদের সাথে ছেলের বিয়ে দিয়েন না। এ কথা শুনে তখন ছেলে পক্ষ মেয়ের বাড়ি ছেড়ে চলে যায়। স্থানীয় লোকজন ছেলে পক্ষকে অনেক অনুরোধের পরও তারা বিয়ে করেননি।

এ বিষেয় এনজিওর ম্যানেজার ধ্রীমান মহলদার বলেন, বিষয়টি অনাকাঙ্খিতভাবে ঘটেছে। আমাদের মাঠকর্মীরা ওইদিন গিয়েছিল তার বাড়িতে। কিন্তু গালিগালাজ বা কোনো খারাপ আচারণ করেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হচ্ছে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য