নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে বোকো হারাম সশস্ত্র গোষ্ঠী দ্বারা অপহরণ হওয়া কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের এ অভিযানে ২ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন।
কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী এ বিবৃতিতে জানান, শুক্রবার কাটসিনার স্কুল থেকে কয়েকজন ছাত্রকে অপহরণের পর তিনি একটি অভিযান চালানোর নির্দেশ দেন।
অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার নিখোঁজ থাকা শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে বলে দাবি করে আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। সংগঠনটির এক নেতার পাঠানো অডিওবার্তায় ওই শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করা হয়। পশ্চিম আফ্রিকান ইসলামিক স্টেট বা আইএসডব্লিউএপির একটি বিচ্ছিন্ন শাখা বোকো হারাম। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে।
সূত্র: আলজাজিরা।