কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিরল রোগে আক্রান্ত শওকত মিয়ার বাসস্থান ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি। আজ শুক্রবার বিকেলে সাইফুল হক শওকত মিয়াকে আর্থিক সহায়তা দেন ও তার চিকিৎসার যাবতীয় খরচ বহনের কথা জানান।
দীর্ঘ পনের বছর যাবৎ শান্তিনগরের বাসিন্দা হতদরিদ্র শওকত মিয়া (৬৩)‘হানটিংটন্স কোরিয়া’ নামে বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধুঁকছেন। অর্ধাহারে-অনাহারে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। গত ২৬ জানুয়ারি দৈনিক আমাদের সময়য়ে ‘মরার আগে যদি একটা রাইত নিজের বাড়িতে ঘুমাইতে পারতাম’ শিরোনামে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়।
পরে আজ শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগরকে নিয়ে শওকত মিয়ার কাছে যান। তাকে আর্থিকভাবে সহায়তা দেন।
ইউপি চেয়ারম্যান সাইফুল হক বলেন, ‘পত্রিকায় সংবাদ দেখে শওকত মিয়া সম্পর্কে জানতে পারি। আমি শওকতের চিকিৎসা ও থাকার সব ব্যবস্থা করব।’