Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরইসরায়েলের আরব বংশোদ্ভুতদের বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

ইসরায়েলের আরব বংশোদ্ভুতদের বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

ইসরায়েলের বিভিন্ন শহরে সেখানকার আদিবাসী আরব বংশোদ্ভুত নাগরিকদের বাড়ী ও ব্যবসায় প্রতিষ্ঠানে লুটতরাজ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে কট্টরপন্থী বহিরাগত সাম্প্রদায়িক ইহুদীরা। এরফলে বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলা-অগ্নিসংযোগ হয়েছে একাধিক পুলিশ স্টেশনে। এসবের জেরে সেখানে সাড়ে তিনশর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরে একটি পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

দাঙ্গা ছড়িয়েছে তিবেরিয়াস ও লড শহরেও। বিপুল সংখ্যক আরব ও ইহুদি জনগোষ্ঠীর সংমিশ্রণ থাকা অন্য শহরগুলোতেও এধরনের সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে তিবেরিয়াস শহরে ইসরায়েলের পতাকাধারী এক দল মানুষকে একটি গাড়িতে হামলা চালাতে দেখা গেছে।

ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনিরা জানিয়েছেন, গত দু’দিনের সহিংসতা সরাসরি ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উগ্র ইসরায়েলি জাতীয়তাবাদীরাই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের বাত তাম শহরতলীতে এক দল ইসরায়েলি আরব মালিকানাধীন একটি আইসক্রিমের দোকান ভাঙচুর করেছে। এছাড়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মধ্যেই উগ্র ইহুদিবাদীদের ‘ডেথ টু আরব’ (আরবদের মৃত্যু পর্যন্ত) স্লোগান দিতে দেখা গেছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সোম ও মঙ্গলবার তুমুল সহিংসতার পর লড শহরটি অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সেখানে টাস্কফোর্স সদর দফতর স্থাপন করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। শহরটিতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত কারফিউও জারি করা হয়েছিল।

ওয়াইনেট নিউজ জানিয়েছে, বেদুইন শহর হুরায় বিক্ষোভকারীরা একটি কমিউনিটি পুলিশ সদর দফতরে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা গ্রেফতার হননি। তবে গত কয়েকদিন থেকে উত্তপ্ত জেরুজালেমের শেখ জাররা এলাকায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএস/এএইচ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য