রাজধানীর চকবাজারে নোয়াখালী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে সেখানে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুদ করে রাখা ছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
পিডিএসও/হেলাল