বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। তিনি আজ বুধবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান।
রবার্ট ডিকসন বলেন, ‘ভ্যাকসিন ট্রায়ালে না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। করোনার ভ্যাকসিন উৎপাদিত হলে তা যেন সবাই পায় সে বিষয়টিতে যুক্তরাজ্য গুরুত্ব দিচ্ছে।’ বিজ্ঞাপন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডিকসন বুধবার বলেছেন, অক্সফোর্ডের করোনার ভ্যাকসিনটি তৈরি এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেলে এটি বাংলাদেশেও পাওয়া যাবে।
জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। দ্রুত বিতরণের জন্য অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে এ ভ্যাকসিনের লাখ লাখ ডোজ তৈরির কাজ শুরু করেছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য তৎপরতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে রবার্ট ডিকসন বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাবসম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে। মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত থাকবে।’
নভেম্বরে মিয়ানমারের নির্বাচনের পরে নতুন সম্ভাবনা তৈরি হবে আশা করে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তাদের ওপর মিয়ানমারের নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের কোর্ট এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান প্রক্রিয়াকে সমর্থন করি।’বিজ্ঞাপন
তিনি জানান, জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীরতর করার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে।
ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ওয়েবিনার সঞ্চালনা করেন।