যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, তাদের ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা না নেয়ার সতর্কবাতা দিয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ-এনএইচএস।
ফাইজারের টিকা নেয়ার পর যুক্তরাজ্যের দুই স্বাস্থ্যকর্মীর শরীরে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে বুধবার এই সতর্কবার্তা দেয়া হয়। মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হয় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ।
ব্রিটেনের মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দেয়া হয়েছে। ওই দুই স্বাস্থ্যকর্মীর অ্যালার্জির সমস্যা রয়েছে। তবে, দুই স্বাস্থ্যকর্মীই বর্তমানে সুস্থ আছেন বলে জানান তিনি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ট্রায়ালে কোনও অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া উঠে আসেনি। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে কানাডা। আগামী সপ্তাহ থেকে দেশটিতে শুরু হবে টিকাদান কর্মসূচী।