“হে মহৎ লোকদের সন্তানগণ দৃঢ় থাক, কারণ মৃত্যু কেবল একটি সেতু যা আপনাকে নিয়ে যাবে আপনার অস্বস্তি ও যন্ত্রণার থেকে স্বর্গে যেখানে বিস্তৃত আছে বাগানগুলি। তাহলে আপনাদের মধ্যে কে এ দুনিয়া নামক কারাগার থেকে স্বাধীনতা কামনা করতে চায় না? অবশ্যই, আর আপনার শত্রুদের জন্য মৃত্যু হোল তাদের জাঁকজমক পূর্ণ প্রাসাদ থেকে দুর্গ নামক জেলখানায় যেখানে সে সার্বক্ষণিক অত্যাচারিত হবে। “