Monday, November 10, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি ১৯৪ বার লঙ্ঘন করেছে ইসরাইল

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি ১৯৪ বার লঙ্ঘন করেছে ইসরাইল

গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজ্জা যুদ্ধবিরতি চুক্তি ১৯৪ বার লঙ্ঘন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববার (২ নভেম্বর) গাজ্জার সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়ে মধ্যস্ততাকারীদের কাছে প্রতিদিনই প্রতিবেদন জমা দেয়া হয় বলে জানিয়েছে গাজ্জা কর্তৃপক্ষ।

গাজ্জার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ আনাদোলুকে বলেন, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ, চিকিৎসা সরবরাহ, ওষুধ এবং তাঁবু গাজ্জায় প্রবেশ বন্ধ করা, পাশাপাশি গুলি, গোলাবর্ষণ এবং সামরিক অনুপ্রবেশ তো রয়েছেই।

থাওয়াবতেহ বলেন, ‘চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত দখলদার বাহিনী ১৯৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা আশা করেছিলাম যে এই চুক্তি স্বস্তি বয়ে আনবে।’

তিনি জানান যে, তারা এই লঙ্ঘনের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে প্রতিদিন প্রতিবেদন জমা দেন।

ইসরাইলি বাহিনী বারবার ‘হলুদ রেখা’ অতিক্রম করে আবাসিক এলাকায় যানবাহন পাঠাচ্ছে, বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে এবং এসব হামলায় বহু মানুষ হতাহত হচ্ছে বলেও জানান তিনি। ফিলিস্তিনিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে থাওয়াবতেহ বলেন, ‘হলুদ রেখার’ কাছাকাছি যাওয়া বিপজ্জনক, কারণ ইসরাইল আগেও কোনো সতর্কতা ছাড়াই সেখানে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

‘হলুদ রেখা’ বলতে বোঝানো হয়েছে সেই অঞ্চলকে, যেখান থেকে ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তির অধীনে ১০ অক্টোবর হামলা প্রত্যাহার করেছে। এটি একটি অদৃশ্য বিভাজন রেখা, যা গাজ্জা শহরের দক্ষিণ ও খান ইউনিসের উত্তরের মধ্য দিয়ে গাজ্জা উপত্যকাকে দুটি অংশে ভাগ করেছে।

থাওয়াবতেহ আরো জানান, ইসরাইল এখনো ত্রাণবাহী যানবাহন পূর্ণ প্রবেশের অনুমতি দেয়নি এবং বিদেশে চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নিতে রাফাহ ক্রসিং পুনরায় চালু করেনি।

তিনি বলেন, ‘ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশও বন্ধ করে দিয়েছে ইসরাইল।’

© insaf24

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য