কিশোরগঞ্জের কটিয়াদীতে দাদার কবর খনন করতে গিয়ে নাতি আব্দুল মালেক (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে । সোমবার সকাল আটটার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে । আব্দুল মালেক একই গ্রামের মৃত আবুল কালামের পুত্র।
মৃত আব্দুল মালেকের অপর দাদা মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মো. জালাল উদ্দিন জানান আমার বড় ভাই মো. আলাল উদ্দিন রোববার রাতে মৃত্যুবরণ করেন। সোমবার সকালে আমাদের নাতি মো. আব্দুল মালেক আমার বড় ভাইয়ের কবর খনন করার জন্য কোদাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দেওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়। মৃত্যু কালে আবদুল মালেক স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পাশাপাশি দাদা নাতি দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকালে মুন্সি আবদুল হেকিম কারিগরি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
যাযাদি/এস