Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরপাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত: আফগান প্রেসিডেন্ট

পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত: আফগান প্রেসিডেন্ট

পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা উচিত এবং সেখানে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকা উচিত নয়।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তির জন্য যা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের সঙ্গে তালেবানদের সম্পর্ক ছিন্ন করা। যদি তারা নিজেদের আফগান মনে করে এবং আফগানিস্তানে থাকতে চায়; তাদের দ্বৈত নাগরিকত্ব থাকা উচিত নয়। আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান গানি। তিনি বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালেবানদের জানাতে অনুরোধ করেছি যে রাজনৈতিক সমঝোতা ছাড়া কোনো সমাধান নেই।  

রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার সমালোচনা করে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দেন। গানি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। ঘানি আরও বলেন, আমরা শান্তি আশা করি। কিন্তু আমরা প্রতিটি বিপদের জন্য প্রস্তুত।  

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য