ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দিনে দুপুরে বিকাশ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে। আলফাডাঙ্গা থেকে গোপালপুর যাওয়ার পথে মো. মিন্টু শেখ (৩২) নামের ঐ বিকাশ এজেন্ট এর টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। রবিবার দুপুরে গোপালপুর এলাকার হাওড়ের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ ডিস্ট্রিবিউটর মো. মিন্টু শেখ বোয়ালমারী ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে আলফাডাঙ্গা বাজারে ১ লাখ টাকা দিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর যাওয়ার পথে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে হাতুরী দিয়ে আঘাত করে মোটরসাইকেলসহ খাদে ফেলে দেয়। এসময় তারা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিকাশ এজেন্ট মিন্টু শেখকে উদ্ধার করে। আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল