ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর!

0
197

ফ্রান্সবিরোধী মনোভাব প্রকাশ ও সহিংসতা উস্কে দিতে উগ্র মন্তব্য করাসহ বিভিন্ন ইস্যুতে তদন্ত শেষে মোট ১৬ জন বিদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। এদের মধ্যে ১৫ জনই বাংলাদেশি। খবর দ্য স্ট্রেইটসটাইমস’র।

খবরে বলা হয়, গত সেপ্টেম্বর থেকেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নজর রাখছিল। তাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিতাড়িত করা হবে।  সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বাংলাদেশিদের বিতাড়িত করা হবে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে। 

এদিকে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) তাকে গ্রেফতার করা হয়।  তিনি ইসলাম নিয়ে বিভিন্ন ভিডিও অনলাইনে প্রকাশ করেছিলেন বলে অভিযোগে বলা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =