জাতিসংঘের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস বলেছেন, বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু তার মানে মারাত্মক এই ভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।
তবে তিনি খানিক আশার আলো জ্বালিয়েছেন। এদিন তিনি বলেন, “করোনা মহামারী শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব।” পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে যে সতর্ক বার্তা জারি করেছেন, তাহল, কোনওভাবেই যেন ধনী ও শক্তিশালী দেশগুলো দরিদ্র এবং প্রান্তিক দেশগুলোকে যেন কোণঠাসা না করে।
টিকা নেওয়ার পর মহামারী শেষ হতে পারে, এমন আশা প্রকাশ করলেও টিকা গ্রহণের পথ, তারপর মহামারী শেষ হয়ে যাব, এই গোটা পথটা সময় সাপেক্ষ। তবে এই পথ খুব একটা মসৃণ হবে না।
এদিন বৈঠকে তিনি বলেন, মহামারীর জন্যই ‘মানবতার ভালো এবং খারাপ দিকগুলো’ বিশ্ব দেখতে পেয়েছে। বদলে গিয়েছে বিশ্বের দৃষ্টিভঙ্গি।
বিডি প্রতিদিন/কালাম