কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান বাবা ও সন্তান। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মক্রবপুর ইউপির বান্নাঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বান্নাঘর গ্রামের মাহবুবুল হক (৫০) ও তার ছেলে জিসান (৫)।
এলাকাবাসী জানায়, বান্নাঘর গ্রামের মৃত দলিলুর রহমানের সন্তান মাহবুবুল হক তার শিশু সন্তানকে নিয়ে রেল লাইনের পাশে একটি দোকানে যান। মাহবুবুল হক তার ছেলের জন্য চিপস কেনার সময় তার ছেলে জিসান রেললাইনে উঠে যায়। এসময় ট্রেন আসতে দেখে সন্তানকে বাঁচাতে যান বাবা। তখন ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার রফিকুল হায়দার চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধুলি ট্রেনে কাটা পড়ে বান্নাঘর গ্রামের দুজন মারা যায়।’
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’