Thursday, February 22, 2024

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরসৌদির শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হুথিদের

সৌদির শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হুথিদের

ইয়েমেনের সৃষ্ট যুদ্ধের অবসান ঘটাতে শান্তি প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এদিকে রিয়াদ যে শান্তি প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। 

সৌদি আরব সোমবার (২২ মার্চ) এক ‘শান্তি প্রস্তাব’ উত্থাপন করেছে যাতে বলা হয়েছে, জাতিসংঘের নজরদারিতে ইয়েমেনজুড়ে যুদ্ধবিরতি পালিত হবে এবং দেশটির বিমান ও সমুদ্রবন্দরগুলো খুলে দেয়া হবে। প্রস্তাবে সানা বিমানবন্দর খুলে দেয়ার পাশাপাশি জ্বালানি ও খাদ্য আমদানির জন্য হুদায়দা সমুদ্রবন্দর খুলে দেয়ার কথা বলা হয়েছে। এই দুটি বন্দরই আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এ প্রস্তাবে সম্মত হওয়ামাত্র এটি কার্যকর হবে।তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে হুথি নেতারা বলছেন, একটি-দুটি বন্দর খুলে দেয়া যথেষ্ট নয় বরং ইয়েমেনের ওপর থেকে জলপথ ও আকাশপথের সমস্ত অবরোধ তুলে নিতে হবে। গত ছয় বছর ধরে চলা ওই অবরোধের কারণে ইয়েমেনে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য