রাজধানীর আরমানীটোলার রাসায়নিককের গুদামে লাগা আগুনে দগ্ধ চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে আশিকুজ্জামানের (৩২) মৃত্যু হয়।
তাকে নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হলো। ২৫ এপ্রিল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফায়াত হোসেন (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আশিকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান মুনা (২৮) এখনও আইসিইউতে ভর্তি।
গত বৃহস্পতিবার ভোররাতে আরমানীটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।