রাজধানীর শান্তিনগর বাজার মার্কেট সংলগ্ন ওরাল ভিউ ডেন্টালকে সিলগালা করে দিয়েছে রাবের ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে জাল সার্টিফিকেট ও ভূয়া ডিগ্রী ব্যবহার করায় প্রতিষ্ঠানটির চিকিৎসক মো. নুরসসাফা জাহাঙ্গীরকে (৩৭) দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জাহাঙ্গীর ফেনী সদর থানাধীন ইজ্জাতপুরের ডা. মো. আবদুল হকের ছেলে। ১০ থেকে ১২ বছর ধরে জনসাধারনকে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি।
অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, সোমবার বেলার ১২টার দিকে অভিযান পরিচালনা করে ওই চিকিৎসককে কারাদন্ড দিয়ে ডেন্টালটি সিলগালা করা হয়।
দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর বিডিএস ডিগ্রীধারী না হয়েও অন্য ব্যক্তির রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে নিজেকে স্বীকৃত দাঁতের চিকিৎক হিসেবে পরিচয় দিয়ে, দীর্ঘ ১০ হতে ১২ বছর যাবত দাঁতের চিকিৎসার নামে জনসাধারনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এছাড়াও, তিনি বিডিএস ইন্টার্নশীপ ট্রেনিংয়ের সার্টিফিকেটসহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে তৈরী করে নিজেকে একজন দক্ষ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছিলেন। ভূয়া ডাক্তার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাবের এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।