Sunday, December 10, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবর১৩৪ বছরে হার্ভার্ড আইন ম্যাগাজিনের দায়িত্বে প্রথম মুসলিম

১৩৪ বছরে হার্ভার্ড আইন ম্যাগাজিনের দায়িত্বে প্রথম মুসলিম

১৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো হার্ভার্ড ল ম্যাগাজিন একজন মুসলমানকে পত্রিকাটির সভাপতির দায়িত্বে নিয়োগ দিয়েছে। 

মিসরীয় এই মুসলিমের নাম হাসান আল শাহাবী। তিনি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, পত্রিকাটি হার্ভার্ড ল স্কুলের এক ছাত্র হাসান আল শাহাবীকে ম্যাগাজিনের সভাপতি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন আইন বিষয়ক জার্নাল।

হার্ভার্ডে আইন ও রাজনীতিতে ইতোপূর্বে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ১৯৯০ সালে এ ম্যাগাজিনের সভাপতির দায়িত্ব গ্রহণকারী আফ্রিকান বংশোদ্ভূত প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

কে এই আল শাহাবী?

আল শাহাবী ২০১৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর অরিজেন্ট ইউনিভার্সিটিতে ওরিয়েন্টাল স্টাডিজে পিএইচডি অর্জনের জন্য গবেষক হিসেবে যোগদান করেন। তিনি ইসলামিক শরিয়াও অধ্যয়ন করেন।

২৬ বছর বয়সী আল শাহাবী একটি ই-মেইলে রয়টার্সকে বলেন, আমেরিকার জনসাধারণের বিতর্কে আমি যেহেতু অসম্মানিত সমাজ থেকে এসেছি, আমি আশা করি এটি আমার সমাজের কিছুটা অগ্রগতির প্রতিনিধিত্ব করবে।

আল শাহাবী আরও বলেন, তিনি শরণার্থীদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারে সক্রিয়ভাবে কাজ করবেন।

ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা অস্পষ্ট। যদিও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে জনস্বার্থের আইনজীবী হিসেবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

 মুহাম্মাদ শোয়াইব

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য