Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরঅবশেষে দেশে ফিরলেন অপহৃত ১৫ তুর্কি নাবিক

অবশেষে দেশে ফিরলেন অপহৃত ১৫ তুর্কি নাবিক

নাইজেরীয় উপকূল থেকে অবশেষে দেশে ফিরেছেন অপহৃত ১৫ জন তুর্কি নাবিক। দেশে ফেরার দুই দিন আগে নাইজেরিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, তুরস্কে অপহৃত নাগরিকরা মুক্তি পাচ্ছেন।

দেশে ফিরে জাহাজের ক্যাপ্টেন তাদের তিন সপ্তাহে বন্দিজীবন এবং জঙ্গলের মধ্যে অবস্থানকালে প্রতি মুহূর্তে মৃত্যু হুমকির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

অপহৃত জাহাজের ক্যাপ্টেন কাইয়া জানান, তাদেরকে জঙ্গলে কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। সবসময় সশস্ত্র ব্যক্তিরা তাদেরকে পাহারায় রাখত বলে জানিয়েছেন মোস্তফা কাইয়া।

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর এসব নাবিক স্বজনদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সেখানে তুরস্কের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাসহ পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু উপস্থিত ছিলেন।

গত ২৩ জানুয়ারি গিনি উপসাগরের নাইজেরিয়া থেকে তুরস্কের জাহাজটি কেপটাউনের দিকে যাচ্ছিল। পথে জাহাজের ওপরে হামলা চালায় এবং সংঘর্ষের পর নাবিকদের অপহরণ করে। এ সময় তুর্কি জাহাজে থাকা একজন আজারবাইজানের নাবিক নিহত হন। মুক্তিপণের বিনিময়ে তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন।

ইত্তেফাক/এএইচপি

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য