Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরঅবশেষে যুদ্ধবিরতিতে সম্মতি ইসরাইলি প্রধানমন্ত্রীর

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মতি ইসরাইলি প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে চাপ ও ফিলিস্তিন ভূখণ্ড থেকে হামাসের পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ইসরাইলি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গাজায় বিবিসির সংবাদদাতা রুশদি আবুয়ালউফ এক টুইট বার্তায় লিখেছেন, যুদ্ধবিরতি আলোচনার সাথে জড়িত সূত্র বিবিসিকে বলেছে, যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিসরকে জানিয়েছে ইসরাইল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছে মিসর।

এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেভ জানিয়েছেন, নির্দিষ্ট শর্তেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ওই শর্তে বলা হয়েছিল, তেল আবিব ও জেরুসালেমে হামলা বন্ধ করতে হবে হামাসকে। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ দিকে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সঙ্কট কঠিন আকার ধারণ করায় বিশ্বের পরাশক্তিগুলো ইসরাইল ও ফিলিস্তিনিদের উভয় পক্ষকে যুদ্ধে বিরতি দেয়ার আহ্বান জানায়। তবে গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সাথে ইসরাইলের লড়াই এখনো অব্যাহত রয়েছে।

গাজায় চলমান সঙ্ঘাতে এ পর্যন্ত অন্তত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারী। অপর দিকে হামাসের হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। টুইটারে দেয়া ওই ভিডিও বার্তায় তিনি, যুদ্ধ বিরতিরও আহ্বান জানান। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য