আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নুবুওয়াতের কোন চিহ্ন এখন আর অবশিষ্ট নেই। তবে শুধু সুসংবাদ বহনকারী রয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করল, সুসংবাদ বহনকারী কী? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ ভালো স্বপ্ন। (বুখারী)[1]
ব্যাখ্যাঃ এ মর্মে আল্লাহ তা‘আলার বাণী : (তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে) সূরাহ্ ইউনুস আয়াত ৬৪ অত্র আয়াতে সুসংবাদ দ্বারা সত্য স্বপ্নকে বুঝানো হয়েছে।
এ সম্পর্কে বর্ণিত হাদীস ‘আয়িশাহ্ (রাঃ) হতে মারফূ‘ সূত্রে বর্ণিত, আমার পরে সুসংবাদ অবশিষ্ট থাকবে না তবে সত্য স্বপ্ন থাকবে। হুযায়ফাহ্ ইবনু উসায়দ হতে মারফূ‘ সনদে বর্ণিত নুবুওয়াত শেষ হয়ে যাবে সুসংবাদ অবশিষ্ট থাকবে। (ফাতহুল বারী ১২ খন্ড, হাঃ ৬৯৯০)
জেনে রাখা ভালো যে, স্বপ্ন তিন প্রকার। সত্য স্বপ্ন, শয়তানের ওয়াস্ওয়াসা ও মনের কল্পনা। তবে ভালো ও সত্য স্বপ্ন দ্বারা আল্লাহ তা‘আলা তার বান্দাকে সুসংবাদ প্রদান করেন।
টীকা/নোটঃ [1] সহীহ : বুখারী ৬৯৯০, আল জামি‘উস্ সগীর ৯৩২৯, সহীহুল জামি‘ ৫১৯৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪৭৩, তিরমিযী ২২৭৫, নাসায়ী ১০৪৫, ইবনু মাজাহ ৩৮৯৯, আবূ দাঊদ ৫০১৭, ৮৭৬; মুওয়াত্ত্বা মালিক ৩৫১৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৮৫০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২৮৩৯, ইবনু আবূ শায়বাহ্ ৩০৪৫৬, আহমাদ ২৪৯৭৭, আবূ ইয়া‘লা ২৩৮৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৫৪৮, ইবনু হিব্বান ৬০৪৮, দারিমী ১৩২৫।
