Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরবেঁচে থাকার মতো পরিস্থিতি দেখছি না: ফিলিস্তিন

বেঁচে থাকার মতো পরিস্থিতি দেখছি না: ফিলিস্তিন

গাজায় গতকাল মঙ্গলবার রাতভর ইসরায়েল ৬০টি বিমান হামলা চালায় দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত ও আহত হয়েছেন ৮ জন।  

এছাড়াও ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় দেড় হাজার নিরীহ ফিলিস্তিনি। যার মধ্যে সাড়ে তিনশ’ রয়েছে নিষ্পাপ শিশু। জীবন বাঁচাতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন খাবারবিহীন ৪০ হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনিরা বলছেন, ‘আমাদের ওপর ইসরায়েল রীতিমতো গণহত্যা চালিয়ে যাচ্ছে। আশা করি, বিশ্ব সম্প্রদায় আমাদের পাশাপাশে দাঁড়াবে। ইসরায়েলি হামলার প্রতিবাদ করবে। এই আশ্রয় কেন্দ্রে আবারও কখন যেন ইসরায়েল আমাদের ওপর হামলা চালায়। বেঁচে থাকার মতো পরিস্থিতি দেখছি না।’

উল্লেখ্য, গাজার পাশাপাশি এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। রকেট হামলার অভিযোগে লেবানানের দক্ষিণ সীমান্তে ২২টি রকেট শেল নিক্ষেপ করে ইহুদি বাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জর্ডান সীমান্তেও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য