রাজধানীতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া ও পল্টন থানাধীন গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব ১০ এর পৃথক দল।
গ্রেপ্তাররা হলেন- মো. সফিকুল ইসলাম (২৫), মো. মাসুদ আহমেদ রানা (৩৮), মো. ইমন (২৩), মো. সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও মো. আল আমিন (১৯)।
গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি মাউস, ৬টি ক্যাবল, ১টি অ্যাডাপ্টর, মোবাইলের আইএমইআই পরিবর্তনের ৭টি সফটওয়্যার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তাররা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা সিএমটু ডঙ্গল সফটওয়ারের মাধ্যমে কৌশলে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরির্বতন করে বিভিন্ন অপরাধীদের সহায়তা করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি হচ্ছে ১৫ ডিজিটের একটি নম্বর, যা মূলত মোবাইল হ্যান্ডসেটের পরিচয় বহন করে। হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অবস্থান খুঁজে পেতে আইএমইআই নম্বর ব্যবহার করা হয়।
পিডিএসও/এসএম শামীম