তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রে উৎপাদনের পরিকল্পনা করেছে। গেল জানুয়ারিতে এ নিয়ে বৈঠক হয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন।
তবে এ ধরনের চুক্তি নিয়ে তারা কতদূর অগ্রসর হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। জানা গেছে, সম্প্রতি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সামরিক হার্ডওয়্যার উন্নয়ন এবং উৎপাদনের ধারণা নিয়ে তুরস্কের প্রতিরক্ষা ও সরকারি কর্মকর্তারা বৈঠক করেছেন। এ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কর্মকর্তারা জানান, কৌশলগত মিত্র হিসেবে ইসলামাবাদকে চাচ্ছে আঙ্কারা। তুরস্ক যুদ্ধবিমান তৈরিতে পাকিস্তানকে সম্ভাব্য অংশীদার বানাতে চাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক