Sunday, December 10, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরইয়েমেনে খাদ্য সংকটে মারা গেছে ৫০ হাজার মানুষ : জাতিসংঘ

ইয়েমেনে খাদ্য সংকটে মারা গেছে ৫০ হাজার মানুষ : জাতিসংঘ

ইয়েমেনে ইতিমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। এছাড়া আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। খবর পার্সটুডের।

তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। ইয়েমেনের জনগণের ওপর পছন্দসই অনুগত শাসক চাপিয়ে দিতে সেদেশে মিত্র শেগুলোকে নিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। প্রায় প্রতিদিনই হামলা চলছে।

বিডি-প্রতিদিন/শফিক

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য