Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরকরোনা পরিস্থিতির আরও অবনতি, সংক্রমণের নতুন বিশ্বরেকর্ড ভারতের

করোনা পরিস্থিতির আরও অবনতি, সংক্রমণের নতুন বিশ্বরেকর্ড ভারতের

করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সংক্রমণের নতুন রেকর্ড দেখল দেশটি। এদিন দেশটিতে ৪ লাখ ১৫ হাজারের মতো মানুষের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা করোনা মহামারীর ইতিহাসে বিশ্বরেকর্ড।

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী- গোয়ায়। সেখানে দ্রুত বিস্তারলাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি। বৃহস্পতিবারই ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, জরুরি ভিত্তিতে দিল্লিকে ৭০০ টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। তালিকার তৃতীয় অবস্থানে পশ্চিমবঙ্গ।

গবেষকরা বলছেন, রাজ্যটিতে মাত্র শেষ হওয়া বিধানসভা নির্বাচনের কারণেই দ্রুত ছড়িয়েছে ভ্যারিয়েন্টগুলো। ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট প্রাণহানি দু’লাখ ৩৪ হাজার ছাড়াল।

বিডি প্রতিদিন/কালাম

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য