Saturday, December 9, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরনোয়াখালীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন গ্রামবাসী

নোয়াখালীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন গ্রামবাসী

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে চলমান তাপদাহ থেকে মুক্তির জন্য বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার সকালে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট জামে মসজিদের পাশে খোলা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন হাজারীহাট জামে মসজিদের খতিব আলী আহম্মদ। বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

গতকাল শুক্রবার পার্শ্ববর্তী ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কোম্পানীগঞ্জের কোথাও কোনো বৃষ্টি হয়নি। তীব্র তাপদাহে এই উপজেলায় চরমভাবে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা অতীত তিন যুগের মধ্যেও এমন ঘটনা ঘটেনি।
 
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য