Sunday, January 26, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরবাস-মাইক্রো ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ যাত্রীর মৃত্যু

বাস-মাইক্রো ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ যাত্রীর মৃত্যু

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় একটি মাইক্রোবাস ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছলে ওই দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার ওসি মতিয়ার রহমান জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। 

তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য