Monday, September 16, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরগরমে এসি ছাড়াই যেভাবে ঘর ঠাণ্ডা রাখবেন

গরমে এসি ছাড়াই যেভাবে ঘর ঠাণ্ডা রাখবেন

মার্চ মাসেই পুরোদমে শুরু হয়ে গেছে গ্রীষ্মের তাণ্ডব। তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে প্রতিদিন।ফ্যান চালিয়েও কাজ হচ্ছে না। ইলেকট্রিক বিলের কথা ভেবে অনেকে এসি লাগাতে পারছেন না্। তবে ঘরোয়া কিছু টিপস মেনে চললে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।

টিউব লাইট-এ ঘর গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন।ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালে করে সেটিকে পরিষ্কার করে রাখুন৷ কাঠের জানলা হলে সমস্যা নেই। কিন্তু জানলা যদি কাঁচের হয় তবে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। হালকা রঙের পর্দা সূর্ষের হলকা আটকায় না। জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস একরকমের ঘাস, তাপ আটকাতে মোক্ষম। মোটা চাদর পানিতে ভিজিয়ে, শুকিয়ে নিয়ে, অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন। খসখসের বিকল্প হিসেবে ভাল কাজ করে।

বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির কাপড়ের। গদির মাঝখানে একটা মাদুর পেতে রাখলে বিছানার গরম অনেকটাই কমে যাবে। তুলা তাপ টানে এজন্য তুলার পরিবর্তে বাজরা ব্যবহার করুন। ঘর মোছার সময় পানির মধ্যে লবণ মিশিয়ে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য